ডিভিসিতে কর্মী নিয়োগ

606
0
DVC Recruitment 2024

দামোদর ভ্যালি কর্পোরেশনে এগজিকিউটিভ ট্রেনি (ফিনান্স), মেডিক্যাল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হেলথ সার্ভিসেস) নিয়োগ করা হবে। DVC Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ PLR/Fin & MO/2024/07/04.

শূন্যপদঃ এগজিকিউটিভ ট্রেনি (ফিনান্স) ৭, মেডিক্যাল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হেলথ সার্ভিসেস) ২১।

যোগ্যতাঃ এগজিকিউটিভ ট্রেনি (ফিনান্স)- ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে চার্চার্ড অ্যাকাউন্ট্যান্ট সহ স্নাতক।

মেডিক্যাল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হেলথ সার্ভিসেস)- মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া/ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত এমবিবিএস ডিগ্রি।

সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক নিয়োগ

আবেদনের ফিঃ ৩০০ টাকা। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

রিজার্ভ ব্যাঙ্কে অফিসার নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ৭ অগস্ট ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। DVC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন