দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

227
0
DVC Recruitment 2024

দামোদর ভ্যালি কর্পোরেশনে ১৪টি শূন্যপদে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। নোটিস নম্বর- PLR/GDMO (Contractual)/2024/10/03.   DVC Recruitment 2024

ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৮৩৫০০ টাকা।

যোগ্যতাঃ মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস ডিগ্রি। ইন্টার্নশিপ করার পর মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কল্যাণী এইমসে কর্মী নিয়োগ

বয়সঃ ২১ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

ইন্টারভিউয়ের তারিখঃ ইন্টারভিউ হবে ২১ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা- 12th floor, dr. Meghnad Saha Auditorium DVC Towers, VIP Road,

Ultadanga, Kolkata- 700054, W.B (Nearest Railway Station- Bidhan Nagar Railway Station).

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

www.dvc.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। DVC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন