দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগ

231
0
DVC Recruitment 2024
Courtesy: Telegraph India

দামোদর ভ্যালি কর্পোরেশনে সিনিয়র অ্যাডভাইজার, অ্যাসোসিয়েট অ্যাডভাইজার, সিনিয়র কনসালটেন্ট ও অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে। DVC Recruitment 2024

নোটিস নম্বরঃ PLR/Retired/2024/1.

যোগ্যতাঃ সিনিয়র অ্যাডভাইজার (সিকিউরিটি অডিট)- অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, ডিজি/আইজি পদে অভিজ্ঞতা।

অ্যাসোসিয়েট অ্যাডভাইজার (সিকিউরিটি অডিট)- অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ।

সিনিয়র কনসালটেন্ট (সিকিউরিটি অডিট)- অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর অব পুলিশ।

অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সিকিউরিটি অডিট)- অবসরপ্রাপ্ত সাব-ইনস্পেক্টর।

এইমস ভুবনেশ্বরে কাজের সুযোগ

বেতনঃ সিনিয়র অ্যাডভাইজার পদে মাসে ১০০০০ টাকা, অ্যাসোসিয়েট অ্যাডভাইজার পদে মাসে ৭০০০ টাকা,

সিনিয়র কনসালটেন্ট পদে মাসে ৫০০০ টাকা এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে মাসে ৪০০০ টাকা।

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://www.dvc.gov.in/cms-web/recruitment_dvc লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। DVC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

মালদহে কর্মী নিয়োগ