ইস্ট কোস্ট রেলে ৭৫৬ অ্যাপ্রেন্টিস

1048
0
RRB Technician Recruitment 2024

ইস্ট কোস্ট রেলওয়েতে ৭৫৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (east coast rail apprentice)। নোটিফিকেশন নম্বর: ECor/RRC/Act Appr/2021.

ইউনিট অনুযায়ী শূন্যপদ: ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ, ভুবনেশ্বর: ১৯০, খুরদা রোড ডিভিশন: ২৩৭, ওয়ালটায়ার ডিভিশন: ২৬৩, সম্বলপুর ডিভিশন: ৬৬।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল: ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), ফিটার, কার্পেন্টার, ইলেক্ট্রনিক্স মেকানিক, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), মেকানিক (মোটর ভিকল), টার্নার, শিট মেটাল ওয়ার্কার, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক, প্লাম্বার।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল এবং এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংস্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ই-ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrcbbs.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (east coast rail apprentice)।

নোটিসটি দেখতে ক্লিক করুন