নির্বাচন ২০২১ : আপনার জেলা (পূর্ব মেদিনীপুর) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

schedule
2021-03-20 | 10:15h
update
2021-03-20 | 10:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্বই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

 

আজকের জেলা: পূর্ব মেদিনীপুর

১) পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক জেলা হল পূর্ব মেদিনীপুর (East Medinipur)। মেদিনীপুরের কথা বললে প্রথমেই বলা প্রয়োজন, তাম্রলিপ্তের কথা। মৌর্য আমলে সম্রাট অশোক তাম্রলিপ্ত বন্দরকে প্রধান বন্দর হিসাবে ব্যবহার করতেন। এই বন্দরকে কেন্দ্র করে মেদিনীপুর সাম্রাজ্য গড়ে ওঠে। ২০১২ সালে মেদিনীপুর জেলা বিভক্ত হয়ে তৈরি হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা।

Advertisement

২) এই জেলায় কাঁথি, তমলুক, ঘাটাল (কিছু অংশ), মেদিনীপুর (কিছু অংশ) লোকসভা কেন্দ্র, ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

৩) তমলুক, হলদিয়া, এগরা, কাঁথি চারটি মহকুমা বা সাব-ডিভিশন রয়েছে, ৫টি পৌরসভা, ২৩টি থানা ২২৩টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে।

৪) পূর্ব মেদিনীপুর জেলার জনসংখ্যা (২০১১ সেন্সাস অনুযায়ী ) ৫০ লক্ষ ৯৫ হাজার ৮৭৫। জনঘনত্ব ১০৮১ (প্রতি বর্গ কিমি)।

৫) জেলার সাক্ষরতার হার ৮৭.৬৬%, ১৯টি কলেজ/ইউনিভার্সিটি এবং ৪৫টি টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে।

৬)  কৃষিকাজ, মাদুর শিল্প, আঁখ, বাঁশ, সোলা, মৎস্য, জরির কাজ, ফুল চাষ, মাটির কাজ এরকম বহুবিধ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর নির্ভর করে রয়েছে এই জেলার অর্থনৈতিক ব্যবস্থা।

৭) এই জেলায় ৮৫.২৪% হিন্দু ধর্মাবলম্বী, ১৪.৫৯% ইসলাম ধর্মাবলম্বী, 0.0৫% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন।

৮) এই জেলার অন্যতম নদীগুলি হল হলদি, রূপনারায়ণ, রসুলপুর, বাগুই, কেলেঘাই। দিঘা, মন্দারমণি, মহিষাদল-এর মতো ভ্রমণযোগ্য স্থান এই জেলার অন্তর্গত।

Purba Medinipur, West Bengal Assembly Election, WB Election

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 15:31:36
Privacy-Data & cookie usage: