ইস্টার্ন কোলফিল্ডসে ৩০৯ পদে নিয়োগ

1394
0
SECL Recruitment 2024

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ৩০৯ জন মাইনিং সিরদার নিয়োগ করা হবে (ECL job 2022)। রেফারেন্স নম্বর: ECL/CMD/Recruit./MS-22/36/665.

শূন্যপদের বিন্যাস: ৩০৯ (অসংরক্ষিত ১২৭, ইডব্লুএস ৩০, ওবিসি এনসিএল ৮৩, তপশিলি জাতি ৪৬, তপশিলি উপজাতি ২৩)।

বয়সসীমা: ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১০+২ বা সমতুল পাশ সঙ্গে বৈধ মাইনিং সিরদারশিপ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

 

রিজার্ভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিস্তারিত খবর জানতে ক্লিক করুন

 

আবেদনের ফি: ১০০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.easterncoal.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (ECL job 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন