ইস্টার্ন রেল, কাচরাপাড়ায় সিএমপি ও প্যারামেডিকেল স্টাফ

1915
0
Railway Apprentice 

ইস্টার্ন রেলওয়ের, কাচরাপাড়া ( Eastern Railway) কোভিড পরিস্থিতিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোভিড পরিস্থিতিতে রেলের কর্মচারী, রেলওয়ে ওয়ার্কশপের জন্য কিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর KG/64-CMP, Date : 19.05.2021.

শূন্যপদ:
সিএমপি (স্পেশ্যালিস্ট)― মোট ১০টি পদ, ফিজিশিয়ান, ইন্টারনাল মেডিসিন, অ্যানাস্থেশিওলজিস্ট, রেডিওলজিস্ট, প্যথোলজিস্ট পদে নিয়োগ হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।
সিএমপি (নন-স্পেশ্যালিস্ট)― ৪টি পদ রয়েছে। এমবিবিএস, কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। এমসিআই অনুমোদিত হতে হবে। বয়স হতে হবে ৬৫-র মধ্যে।
প্যারামেডিকেল স্টাফ― মোট ৪টি পদ রয়েছে। বাংলা, হিন্দি বা ইংলিশ কম্পালসারি বিষয় সহ স্নাতক হতে হবে। ডোয়েক ‘ ও’ লেভেল সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
ইন্টারভিউ: সিএমপি পদের জন্য আগামী ২৭ মে সকাল দশটা থেকে এবং প্যারামেডিকেল স্টাফদের জন্য ২৮ মে তারিখ ইন্টারভিউ নেওয়া হবে। রিপোর্টিং টাইম সকাল দশটা।
বিস্তারিত বিজ্ঞপ্তি: ক্লিক করুন