ইসিজিসি লিমিটেডে ৫৯ প্রবেশনারি অফিসার

1505
0
HSCL Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের ইসিজিসি লিমিটেডে ৫৯ জন প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত৷
শূন্যপদ: ৫৮ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওড়িসি  ১৫, ইডব্লুএস ৫), ব্যাকলগ ১৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় স্নাতক৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে৷
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হহবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯১ থেকে ১ জানুয়ারি ২০০০-এর মধ্যে)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
বেতনক্রম: ৩২৭৯৫-৬২৩১৫ টাকা৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অনলাইন পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে৷
আবেদনের ফি: ৭০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১২৫ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে৷
আবেদনের পদ্ধতি: www.ecgc.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল