ইসিআইএলে অ্যাপ্রেন্টিস

458
0
ECIL Apprentice Recruitment

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৪৮৪ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ECIL Apprentice 2023

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ইএম, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, আরঅ্যান্ডএসি, টার্নার, মেশিনিস্ট, মেশিনিস্ট (জি), সিওপিএ, ওয়েল্ডার, পেইন্টার।

বয়স: ৩১ অক্টোবর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর এবং তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। সিওপিএ, ওয়েল্ডার,

পেইন্টার ট্রেডের ক্ষেত্রে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৭৭০০ টাকা করে এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে প্রতি মাসে ৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

শূন্যপদের বিন্যাস: ইএম: শূন্যপদ ১৯০ (অসংরক্ষিত ৯৬, ইডব্লুএশ ১০, ওবিসি ৫১, তপশিলি জাতি ২৯, তপশিলি উপজাতি ১৪)।

ইলেক্ট্রিশিয়ান: ৮০ (অসংরক্ষিত ৪০, ইডব্লুএস ৪, ওবিসি ২২, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬)।

ফিটার: ৮০ (অসংরক্ষিত ৪০, ইডব্লুএস ৪, ওবিসি ২২, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬)।

আরঅ্যান্ডএসি: ২০ (অসংরক্ষিত ১০, ইডব্লুএস ১, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

টার্নার: ২০ (অসংরক্ষিত ১০, ইডব্লুএস ১, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

মেশিনিস্ট: ১৫ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

মেশিনিস্ট (জি): ১০ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

সিওপিও: ৪০ (অসংরক্ষিত ২০, ইডব্লুএস ২, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)।

ওয়েল্ডার: ২৫ (অসংরক্ষিত ১২, ইডব্লুএস ১, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। পেইন্টার: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

রাজ্যে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.ecil.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

ইউপিএসসির মাধ্যমে জিওলজিস্ট, কেমিস্ট, সায়েন্টিস্ট নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ১০ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৪টে পর্যন্ত।

অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং শুরু হবে ১ নভেম্বর ২০২৩ তারিখ থেকে। ECIL Apprentice 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন