ইসিআইএলে অ্যাপ্রেন্টিস

148
0
ECIL Apprentice 2024

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর ২৫/২০২৪। ECIL Apprentice 2024

স্টাইপেন্ডঃ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা এবং টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের সময়সীমা এক বছর।

বয়সঃ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে কর্মী নিয়োগ

যোগ্যতাঃ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই/ বিটেক কোর্স। উল্লেখ্য শাখাগুলি হল- ইসিই, সিএসই, মেক, ইইই, ইআইই।

কেন্দ্রীয় সংস্থায় কনটেন্ট রাইটার নিয়োগ

শূন্যপদঃ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস- ১৫০, টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- ৩৭।

আবেদনের পদ্ধতিঃ www.nats.education.gov.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত।

অ্যাপ্রেন্টিস ট্রেনিং শুরু হবে ১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ECIL Apprentice 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

অধ্যাপনা ও ফেলোশিপের যোগ্যতা অর্জনের জন্য নেট-এর আবেদন শুরু