ইসিআইএলে অ্যাপ্রেন্টিস

468
0
ECIL Apprentice Recruitment

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে গ্র্যাজুয়ট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। ECIL Apprentice Recruitment

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৯০০০ টাকা

এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের সময়সীমা এক বছর।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আইটিআই পাশ যোগ্যতায় অ্যাপ্রেন্টিস

যোগ্যতা: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট শাখায় বিই/বিটেক। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: তিন বছরের ডিপ্লোমা।

ইঞ্জিনিয়ারিং শাখাগুলি হল- ইসিই, সিএসই, মেকানিক্যাল, ইইই, সিভিল, ইআইই।

মালদায় নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://nats.education.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে

তারপর https://www/ecil.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪টে পর্যন্ত। ECIL Apprentice Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন