ইসিআইএলে ২৪৩ ট্রেড অ্যাপ্রেন্টিস

1494
0
ECIL Apprentice Recruitment

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ২৪৩ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (ECIL recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: ২৯/২০২১, তারিখ: ০২.০৯.২০২১।

শূন্যপদ: ইলেক্ট্রিশিয়ান: ৩০, ইলেক্ট্রনিক মেকানিক: ৭০, ফিটার: ৬৫, আরঅ্যান্ডএসি: ৭, এমএমভি: ১,

টার্নার: ১০, মেশিনিস্ট: ৫, মেশিনিস্ট (জি): ৩, কার্পেন্টার: ৫, সিওপিএ: ১৬, ডিজেল মেকানিক: ৫, প্লাম্বার: ২, এসএমডব্লু: ২, ওয়েল্ডার: ১৫, পেইন্টার: ৫।

বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ সার্টিফিকেট।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার,

আরঅ্যান্ডএসি, এমএমভি. টার্নার, মেশিনিস্ট, মেশিনিস্ট (জি), এমএম টুল মেইন্ট ট্রেডে প্রতি মাসে ৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.ecil.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টে পর্যন্ত(ECIL recruitment)।

নোটিসটি দেখতে  ক্লিক করুন

রাজ্য বিদ্যুতে অফিসার পদে নিয়োগের খবর দেখতে ক্লিক করুন