তপশিলি ও ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন লোন

1443
0
Current Affairs 3rd February

রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি উন্নয়ন ও বিত্ত নিগমের (ওয়েস্ট বেঙ্গল এসসি, এসটি, ওবিসি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন) তরফে ২০২১-২২ শিক্ষাবর্ষে তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা করা হয়েছে।

https://www.wbbcdev.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা এডুকেশন লোনের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্য: প্রার্থীকে তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি বা সাফাই কর্মচারী সম্প্রদায়ের হতে হবে। অবশ্যই বৈধ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।

পারিবারিক বার্ষিক আয় এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে, সাফাই কর্মচারীদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয়ের বিধিনিষেধ নেই।

যে সমস্ত ক্ষেত্রে পড়াশোনার জন্য লোন দেওয়া হবে সেগুলি হল- পূর্ণ সময়ের টেকনিক্যাল/ প্রফেসনাল কোর্স অথবা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিসিন,

ম্যানেজমেন্ট প্রভৃতি ক্ষেত্রে উচ্চতর শিক্ষার জন্য লোন দেওয়া হবে। সরকারি/ সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কোর্সের ক্ষেত্রে লোন পাওয়া যাবে।
ডিসটেন্স লার্নিং কোর্স বা শর্ট টার্ম স্কিল ডেভলপমেন্ট কোর্সের ক্ষেত্রে লোনের আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়াও পলিটেকনিক/ আইটিআইয়ের ক্ষেত্রেও লোনের সুবিধা পাওয়া যাবে না।

 

আসাম রাইফেলসে সারা দেশ থেকে ১২৩০ তরুণ-তরুণী নিয়োগের খবর দেখতে  ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি উন্নয়ন ও বিত্ত নিগমের ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। এডুকেশন লোন স্কিমে আবেদনের সময় কোর্স ও ইনস্টিটিউটের নামও জানাতে হবে।

অনলাইনে আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। এডুকেশন লোন সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

দরখাস্তের বয়ান দেখতে  ক্লিক করুন