এ রাজ্যেও চালু হল নতুন জাতীয় শিক্ষানীতি

1385
0
Education system

দীর্ঘ টালবাহানার পর অবশেষে এ রাজ্যেও চালু হয়ে গেল নতুন জাতীয় শিক্ষা নীতি। এই নিয়মের ফলে চালু হয়ে গেল চার বছরের স্নাতক পর্যায়ের পাঠ্যক্রম। Education system

শিক্ষামন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এই নতুন শিক্ষানীতির কথা।
সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা ভেবেই  এই শিক্ষাবর্ষ থেকেই চালু হল নতুন পাঠ্যক্রম।
আগে তিন বছর লাগত গ্র্যাজুয়েশন করতে। বর্তমান নিয়মে যাঁরা পাশ কোর্সে পড়বেন তাঁদের তিন বছরই পড়তে হবে।
যাঁরা অনার্স করবেন তাঁদের লাগবে চার বছর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির এই নিয়মে যাঁরা মাস্টার্স করবেন, তাঁদের দু’বছরের পরিবর্তে এক বছর পড়তে হবে।
পাঠ্যক্রমেও বিরাট পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বলা যায় `অনার্স’ বা সাম্মানিক এবং পাশ কোর্সের চিরাচরিত ধারণাও পালটে যাবে এই শিক্ষানীতিতে। `
কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ নামে এই শিক্ষানীতির ফলে কোনো পড়ুয়া কিছু দিন কোনো বিষয়ে পড়ে মাঝ পথে ছেড়ে চলে গেলেও
পরবর্তীতে ফিরে এসে আবার আগের জায়গা থেকেই ফের পড়াশোনা শুরু করতে পারবেন।
যার পোশাকি নাম হল `মালটিপল এন্ট্রি অ্যান্ড এগজিট। যদিও এই রাজ্যে আাপাতত এই সুযোগ মিলবে না বলেই জানানো হয়েছে।

আরও খবর

অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় কাজের সুযোগ

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাকসেবক

কল্যাণী এইমসে সিনিয়র রেসিডেন্ট