দক্ষিণ দিনাজপুরের স্কুলে গ্রুপ ডি নিয়োগ

911
0
Eklavya Model Residential School Recruitment

দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভলপমেন্ট সেকশেনর (Eklavya Model Residential School Recruitment)

অধীন একলব্য মডেল রেসডেন্সিয়াল স্কুলে চুক্তির ভিত্তিতে ১১টি শূন্যপদে কেয়ার টেকার, পুরুষ স্যুইপার, গ্রুপ ডি (মহিলা),

নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, কুক, হেল্পার নিয়োগ করা হবে। মেমো নম্বর- 100/BCW&TD(DD)/PBAKOSP.

যোগ্যতাঃ কেয়ার টেকার পদের ক্ষেত্রে প্রার্থীকে স্নাতক হতে হবে বাকি পদগুলির ক্ষেত্রে অষ্টম শ্রেণি যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুয়ায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিকঃ কেয়ার টেকার পদে প্রতি মাসে ১৭০০০ টাকা। গ্রুপ ডি, নাইট গার্ড, কুক পদে ১২০০০ টাকা।

স্যুইপার, কুক হেল্পার পদে ১১০০০ টাকা এবং ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে ১৫০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ www.ddinajpur.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর নিয়োগ

সিআরপিএফে কনস্টেবল নিয়োগ