ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজে ৪০ ইঞ্জিনিয়ার

1335
0
Engineer job

ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (রায়বেরেলি) ৪০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ITI/RB/HR/RECTT/DIP.ER/06

শূন্যপদ: মেকানিক্যাল: ২৯ (অসংরক্ষিত ১১, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)৷

ইলেক্ট্রিক্যাল: ৭ (অসংরক্ষিত ৩, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ১)৷

ইলেক্ট্রনিক্স: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)৷

যোগ্যতা: হাই স্কুল বা সমতুল পাশ সঙ্গে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্সে

তিন বছরের নিয়মিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)৷

পারিশ্রমিক: বেসিক পে ১৯০২৯ টাকা৷

বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই করে লেখা পরীক্ষার জন্য ডাকা হবে৷

আবেদনের পদ্ধতি: https://www.itiltd.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে

CM-HR & Legal, Recruitment Cell, ITI Limited, SULTANPUR ROAD, RAEBARELI, UTTAR PRADES-229010 ঠিকানায়৷ পূরণ করা আবেদনপত্র সহ নথিপত্র পৌঁছতে হবে আগামী ২১ মের মধ্যে

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন