কেন্দ্রীয় জলসম্পদে ৬২ ইঞ্জিনিয়ার, অফিসার, ক্লার্ক নিয়োগ

3666
0
Engineer recruitment

ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে ৬২ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) (Engineer recruitment),

হিন্দি ট্র্যান্সলেটর, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড টু ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: 07/2021.

শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ১৬, হিন্দি ট্র্যান্সলেটর: ১, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫,

আপার ডিভিশন ক্লার্ক: ১২, স্টেনোগ্রাফার গ্রেড টু: ৫, লোয়ার ডিভিশন ক্লার্ক: ২৩৷

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল৷

হিন্দি ট্র্যান্সলেটর: হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে

অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে  স্নাতক স্তরে  হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে৷

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: কমার্সে ডিগ্রি সঙ্গে কোনো সরকারি/ আধা সরকার/ অটোনমাস বডিতে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টসে তিন বছরের অভিজ্ঞতা৷

আপার ডিভিশন ক্লার্ক: যে-কোনো ডিসিপ্লিনে ডিগ্রি৷ কম্পিউটার অপারেটিং সিস্টেম,

এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটের জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷

স্টেনোগ্রাফার গ্রেড টু: দ্বাদশ শ্রেণি পাশ৷ প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড৷

লোয়ার ডিভিশন ক্লার্ক: দ্বাদশ শ্রেণি পাশ৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ৷

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে৷

আবেদনের ফি: ৮৪০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, ইডব্লুএস, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ৫০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.nwda.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত (Engineer recruitment)৷

http://nwda.gov.in/content/innerpage/vacancydetails.php লিঙ্ক থেকে নোটিসটি ডাউনলোড করা যাবে ও অনলাইন আবেদনও করা যাবে৷

টাঁকশালে ১৩৫ অফিসার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন