Site icon জীবিকা দিশারী

কেন্দ্রীয় জলসম্পদে ৬২ ইঞ্জিনিয়ার, অফিসার, ক্লার্ক নিয়োগ

Engineer recruitment

ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে ৬২ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) (Engineer recruitment),

হিন্দি ট্র্যান্সলেটর, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড টু ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: 07/2021.

শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ১৬, হিন্দি ট্র্যান্সলেটর: ১, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫,

আপার ডিভিশন ক্লার্ক: ১২, স্টেনোগ্রাফার গ্রেড টু: ৫, লোয়ার ডিভিশন ক্লার্ক: ২৩৷

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমতুল৷

হিন্দি ট্র্যান্সলেটর: হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে

অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে  স্নাতক স্তরে  হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে৷

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: কমার্সে ডিগ্রি সঙ্গে কোনো সরকারি/ আধা সরকার/ অটোনমাস বডিতে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টসে তিন বছরের অভিজ্ঞতা৷

আপার ডিভিশন ক্লার্ক: যে-কোনো ডিসিপ্লিনে ডিগ্রি৷ কম্পিউটার অপারেটিং সিস্টেম,

এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটের জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷

স্টেনোগ্রাফার গ্রেড টু: দ্বাদশ শ্রেণি পাশ৷ প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড৷

লোয়ার ডিভিশন ক্লার্ক: দ্বাদশ শ্রেণি পাশ৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ৷

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে৷

আবেদনের ফি: ৮৪০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, ইডব্লুএস, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ৫০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.nwda.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত (Engineer recruitment)৷

http://nwda.gov.in/content/innerpage/vacancydetails.php লিঙ্ক থেকে নোটিসটি ডাউনলোড করা যাবে ও অনলাইন আবেদনও করা যাবে৷

টাঁকশালে ১৩৫ অফিসার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

Exit mobile version