আর্মিতে ৮৩ পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

1878
0
Army Picture

৫২তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল কোর্সে ট্রেনিং দিয়ে ৫৬ জন অবিবাহিত তরুণ এবং ২৭তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল কোর্সে ট্রেনিং দিয়ে ২৭ জন অবিবাহিত তরুণী (যুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী সহ) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। অন্তিম বর্ষের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বয়স: ১ এপ্রিল ২০২১ তারিখে ২০-২৭ বছর (জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৪-১ এপ্রিল ২০০১)।

(খ) যুদ্ধে নিহত সৈনিকের স্ত্রীদের জন্য একটি নন-টেকনিক্যাল এবং একটি টেকনিক্যাল পদ আছে।
তাঁদের বয়স ১ এপ্রিল ২০২১ তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১৫৭.৫ সেন্টিমিটার উচ্চতা হওয়া দরকার। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে সেব্যাপারে কিছু শর্ত রয়েছে যা আর্মির ওয়েবসাইটে জানা যাবে।

ট্রেনিংয়ের সময়সীমা: ৪৯ সপ্তাহের ট্রেনিং। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিং চলাকালীনও বিয়ে করা চলবে না।

স্টাইপেন্ড এবং মূল বেতন: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে মাসে ৫৬,১০০ টাকা।

মূল বেতন শুরুতে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা, সঙ্গে অন্যান্য সামরিক ও সরকারি ভাতা। পদোন্নতি অনুযায়ী বেতন বাড়বে।

প্রার্থিবাছাই পদ্ধতি: আবেদনকারীদের মেধার উপর ভিত্তি করে কাট-অফ মার্কস ঠিক করা হবে। সেই অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। যোগ্য প্রার্থীদের এসএসবির সাক্ষাৎকারে ডাকা হবে। এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু এবং কপুরথালাতে এই সাক্ষাৎকার নেওয়া হবে।

আবেদন পদ্ধতি: http://www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১২ নভেম্বর দুপুর ৩টে পর্যন্ত।

 

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল