এনবিসিসি লিমিটেডে ১০০ ইঞ্জিনিয়ার

1226
0
wbpsc recruitment 2022

এনবিসিসি লিমিটেডে দু বছরের চুক্তির ভিত্তিতে ১০০ ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৪/ ২০২০।

শূন্যপদ: ইঞ্জিনিয়ার (সিভিল): ৮০ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ২০, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ৭)।

ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজা২তি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ৫৫ শতাংশ) সংশ্লিষ্ট ডিসিপ্লিনে (সিভিল/ ইলেক্ট্রিক্যাল) বিই/ বিটেক সঙ্গে দু বছরের অভিজ্ঞতা।

পারিশ্রমিক: প্রতি মাসে ৪২৫০০ টাকা।

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলিজাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://nbccindia.com/rec/ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট, ফি রিসিট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে General Manager (HRM), NBCC (I) Limited, NBCC Bhawan, 2nd Floor, Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New Delhi 110003 ঠিকানায়, পৌঁছেতে হবে আগামী ১২ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে।

https://www.nbccindia.com/pdfData/jobs/Advt%20No.04%202020%20Engineer%20Civil%20andEngineer%20Electrical.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল