ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রিজে ৪০ ইঞ্জিনিয়ার

1326
0
Engineer job

আইটিআই লিমিটেডে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ডিসিপ্লিনে ৪০ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

শূন্যপদ: মেকানিক্যাল: ২৯ (অসংরক্ষিত ১১, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২), ইলেক্ট্রিক্যাল: ৭ (অসংরক্ষিত ৩, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ১),  ইলেক্ট্রনিক্স: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।

যোগ্যতা: হাইস্কুল পা সমতুল পাশ সঙ্গে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্সে রেগুলার কোর্সে ৩ বছরের ডিপ্লোমা (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৬ মার্চ ২০২১ তারিখের মধ্যে।

পারিশ্রমিক: ১৯০২৯ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ৬ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: https://www.itiltd.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স রেজিস্টারড/ স্পিড পোস্টে পাঠাতে হবে CM-HR & Legal, Recruitment Cell, ITI LIMITED, SULTANPUR ROAD, RAEBARELI, UTTAR PRADESH-229010 ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ২৬ মার্চ বিকেল ৫টার মধ্যে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল