ভারত ডায়নামিক্সে ৭০ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও অফিসার

1686
0
wbpsc recruitment 2022

ভারত ডায়নামিক্স লিমিটেডে ৭০ জন প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, সিভিল, নেটওয়ার্ক)

ও প্রোডেক্ট অফিসার (এইচআর, ফিনান্স, বিডি) নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১২ মার্চ থেকে ৩১ মার্চ বিকেল ৪টে পর্যন্ত (Engineers recruitment)৷

বয়সসসীমা: ৫ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: প্রোডেক্ট ইঞ্জিনিয়ার: এআইসিটিই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম

৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের) অথবা ইন্টিগ্রেটেড এমই/ এমটেক বা সমতুল৷

প্রোজেক্ট অফিসার (হিউম্যান রিসোর্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ/ এমমএসডব্লু

অথবা এইচআর (হিউম্যান রিসোর্স) ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (দু বছরের) বা সমতুল কোর্স পাশ৷

প্রোজেক্ট অফিসার (ফিনান্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ (ফিনান্স)/ সিএ/ আইসিডব্লুএ পাশ।

প্রোজেক্ট অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ (মার্কেটিং/ ফরেন ট্রেড/ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট)৷

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷

সবকটি পদের জন্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷

যে-কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন৷

আবেদনের ফি: ৩০০ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্য্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.bdl-india.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত৷

https://bdl-india.in/sites/default/files/2021-03/Recrutitment_Advertisement_2021-1_0.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷