ইপিএফে এনফোর্সমেন্ট / অ্যাকাউন্টস অফিসার পরীক্ষা ৯ মে, করা যাবে পরীক্ষাকেন্দ্র বদল 

1472
0
EPF Recruitment, UPSC Recruitment

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ইপিএফওতে ৪২১ জন এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগের পরীক্ষা হবে ৯ মে, ২০২১ তারিখে, রবিবার।

অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র বদলের জন্য অনুরোধ জানিয়েছিলেন, কলকাতাতে সেন্টার করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুযায়ী ইউপিএসসি জানিয়েছে, আগামী ১৫ থেকে ২১ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২১ পর্যন্ত পরীক্ষা কেন্দ্র বদলের আবেদনের জন্য কমিশনের ওয়েবসাইটে (www.upsconline.nic.in) লিঙ্ক চালু থাকবে। বর্তমানে সবমিলিয়ে ৭২টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, প্রথম পর্যায়ে ৪৯টি কেন্দ্রে পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়ে পরিস্থিতি বুঝে নতুন কেন্দ্র সংযোজন অনুযায়ী জানানো হবে বলে জানিয়েছে ইপিএসসি। ৭ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (File No. 1/58(9)/2019-R-IV/SPC-II) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.upsc.gov.in/sites/default/files/Notice-EO-AO-EPFO-Engl-07122020_1.pdf

 

EPF Recruitment, UPSC Recruitment