Site icon জীবিকা দিশারী

ইপিএফও-তে ২৮৫৯ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ

epfo job vacancy 2023

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে ২৮৫৯টি শূন্যপদে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে (epfo job vacancy 2023)।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদ: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৬৭৪, স্টেনোগ্রাফার: ১৮৫।

যোগ্যতা: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি।

এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

স্টেনোগ্রাফার: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ। স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে ১০ মিনিটে ডিকটেশন নিতে হবে

এবং কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে/ হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রাইপ করতে হবে।

রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় ১৪২০ লেডি কনস্টেবল নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

বেতনক্রম: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা

এবং স্টেনোগ্রাফার পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

আবেদনের ফি: ৭০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.epfindia.gov.in অথবা http://recruitment.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (epfo job vacancy 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version