ইএসআই কলেজে ২৩ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

1181
0
Ramakrishna Mission Vidyamandira Admission 2024

এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশনের অধীন ইএসআই পিজিআইএমএসআর, অএসসআইসি মেডিক্যাল কলেজ ও ইএসআইসি হসপিটাল অ্যান্ড ওডিসি (ইজেড) জোকাতে চুক্তির ভিত্তিতে প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০৷
শূন্যপদ: প্রফেসর: ৩, অ্যাশোসিয়েট প্রফেসর: ১১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৯৷
বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
পারিশ্রমিক: প্রফেসর পদে ১৭৭৭০০০ টাকা, অ্যাসোশিয়েট প্রফেসর পদে ১১৬০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১০১০০০ টাকা৷
যোগ্যতা: নির্ধারিত মেডিক্যাল যোগ্যতা, বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷
আবেদনের ফি: ২২৫ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘ESI Fund Account No.I’-এর অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়৷ ইন্টারভিউয়ের সময় আবেদনপত্র ও অন্যান্য প্রমাণপত্রাদির সঙ্গে ডিমান্ড ড্রাফটও দেখাতে হবে৷
আবেদনের পদ্ধতি: আবেবদদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ইমেল করতে হবে deanpgi-joka.wb@esic.nic.in–তে এছাড়া ডিনের অফিসে নিজ হাতে বা পোস্টের মাধ্যমেও আবেদনপত্র জমা করা যাবে ৩১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত৷
https://www.esic.nic.in/attachments/recruitmentfile/e0e7b34b743c2bfca5edafb83f3309dc.pdf লিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল