স্নাতক যোগ্যতায় ইএসআইসিতে ৯৩ সোশ্যাল সিকিউরিটি অফিসার

1957
0
ESIC Jobs

কেন্দ্রীয় সরকারের শ্রম ও নিয়োগ দপ্তরের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন দপ্তরে (ESIC) সোশ্যাল সিকিউরিটি অফিসার/সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগের (Employment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে যে কোন ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ : মোট ৯৩ টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে অসংরক্ষিত ৪৩ টি, এসসি ৯ টি, এসটি ৮ টি , ওবিসি ২৪ টি, ইডব্লিউএস ৯ টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক যোগ্যতা লাগবে। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা : ১২ এপ্রিল, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতনক্রম : সপ্তম পে কমিশন অনুযায়ী ৪৪,৯০০ থেকে ১,৪২,০০০ এবং সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদন: প্রাথীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার আগে নিজের কাছে ৪.৫ সেমি x ৩.৫ সেমি মাপের ছবি ও স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুরের ছাপ এবং নিজে হাতে লেখা ডিক্লারেশন ফর্মের স্ক্যান কপি প্রস্তুত রাখতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে। আবেদন শেষ করার পর আবেদন পত্র ও ই-রিসিপ্ট এর প্রিন্ট আউট করে রাখতে হবে।

আবেদন ফি: সমস্ত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা।

পরীক্ষা পদ্ধতি :
১) প্রিলিমিনারি পরীক্ষা – ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৩০ নম্বর, রিজনিং ৩৫ নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ৩৫ নম্বর। মোট সময় ১ ঘন্টা।
২) মেইন পরীক্ষা- রিজনিং ৬০ নম্বর, জেনারেল ইকনমি/ইনসিওরেন্স অ্যাওয়ার্নেস ৪০ নম্বর, ইংলিশ ৪০ নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ৬০ নম্বর।
৩) কম্পিউটার টেস্ট এবং ডেস্ক্রিপটিভ পরীক্ষা

আবেদন করার লিঙ্কক্লিক করুন এখানে 

বিজ্ঞপ্তি ও ডিক্লারেশন ফর্ম পাওয়ার লিঙ্ক : ক্লিক করুন এখানে