অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

1216
0
ESIC Jobs

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের অধীন এএসআইসি মেডিক্যাল কলেজগুলিতে (ESIC Recruitment,)

এবং এএসআইসি পিজিআইএমএসআরএসে ৪৯১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।

যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল- অ্যানাটমি, অ্যানেসথিসেয়া, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ডেনটিস্ট্রি,

ডারমেটালজি, এমার্জেন্সি মেডিসিন, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি,

মাইক্রোবায়োলজি, ওবিজিওয়াই, অপথ্যালমোলজি (আই), অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফার্মাকোলজি,

ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিওলজি, সাইকিয়াট্রি, রেডিওডায়াগোনোসিস (রেডিওলজি),

রেসপিরেটরি মেডিসিন, স্ট্যাটিস্টিশিয়ান, ট্রান্সফিউশন মেডিসিন (ব্লাড ব্যাঙ্ক)।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডিমান্ড ড্রাফট/ ব্যাঙ্ক চেকের মাধ্যমে ফি দেওয়া যাবে। বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.esic.nic.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স The Regional Director, ESI Corporation, Panchdeep Bhawan, Sector-16, (Near Laxmi Narayan Mandir) Faridabad- 121002, Haryana ঠিকানায় পৌঁছতে হবে ১৮ জুলাই ২০২২ তারিখের মধ্যে।

যোগ্যতা, বয়স ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (ESIC Recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন