বোকারো স্টিল প্ল্যান্টে গৃহীত নিয়োগ পরীক্ষা বাতিল

1247
0
Exam

স্টিল অথরিটি অব ইন্ডিয়ার বোকারো স্টিল প্ল্যান্টের বেশ কিছু পদে নিয়োগের জন্য ইতিপূর্বে নেওয়া লেখা পরীক্ষা ও স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ ইন্টারভিউ বাতিল করা হয়েছে (Exam cancelled )।

সম্প্রতি বোকারো স্টিল প্ল্যান্টের তরফে একটি নোটিস জারি করে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়েছে।

যে সমস্ত পদে নিয়োগের পরীক্ষা বাতিল হয়েছে সেগুলি হল―

১. অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2019-02 dtd 29/01/2019),

লেখা পরীক্ষা ছিল ৩০ জুন ২০১৯ তারিখ, স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ ইন্টারভিউ ছিল ১২ আগস্ট ২০১৯-১৯ আগস্ট ২০১৯।

২. জুনিয়র স্টাফ নার্স ট্রেনি (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2018-01 dtd 05/12/2018), লেখা পরীক্ষা ছিল ১৪ জুলাই ২০১৯ তারিখ, স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ ইন্টারভিউ ছিল ৫ ও ৬ সেপ্টেম্বর ২০১৯।

৩. ওসিটি বয়লার (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2019-02 dtd 29/01/2019), লেখা পরীক্ষা ছিল ১৪ জুলাই ২০১৯, স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ ইন্টারভিউ ছিল ৪ সেপ্টেম্বর ২০১৯।

৪. অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2019-02 dtd 29/01/2019), লেখা পরীক্ষা ছিল ১৪ জুলাই ২০১৯, ট্রেড টেস্ট/ স্কিল টেস্ট/ ইন্টারভিউ ছিল ৯-১১ সেপ্টেম্বর ২০১৯।

৫. জুনিয়র ম্যানেজার সেফটি (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2019-01 dtd 16/01/2019), লেখা পরীক্ষা ছিল ৮ সেপ্টেম্বর ২০১৯।

৬. জুনিয়র ম্যানেজার আর্কিটেক্ট অ্যান্ড সিটি প্ল্যানিং (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2019-01 dtd 16/01/2019), লেখা পরীক্ষা ছিল  ৮ সেপ্টেম্বর ২০১৯।

৭. অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি- এআইটিটি (বিজ্ঞপ্তি নম্বর: BSL/R/2019-02 dtd 29/01/2019), লেখা পরীক্ষা ছিল ৮ সেপ্টেম্বর ২০১৯ (Exam cancelled )।

পুনরায় পরীক্ষার তারিখ ও অন্যান্য বিস্তারিত বিষয় সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

নোটিস দেখতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল