রাজ্যে আবগারি কনস্টেবল নিয়োগে শারীরিক পরীক্ষার স্থান বদল

1042
0
wbjee admit card 2023 released

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আবগারি কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষার (পিএমটি/পিইটি) অ্যাডমিট কার্ড ডাউনলোডের খবর সেইসঙ্গে কবে কার কোথায় পিএমটি/পিইটি টেস্ট হবে তার লিঙ্ক আমরা দিয়েছি (https://jibikadishari.co.in/admit-card-3/), কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে যাঁদের কেন্দ্র পড়েছিল তাঁদের জায়গা বদল করা হল। নতুন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Berhampore Stadium, Murshidabad, Berhampore District Sports Association, PO–Berhampore, Dist–Murshidabad-742101 ঠিকানায় যাঁদের ইন্টারভিউ হবার কথা তাঁদের ইন্টারভিউ হবে K. N. College ground opposite to Mohon Cinema Hall, Sahid Surya Sen Street, Landmark-Rejaul Karim Market, Berhampore, Murshidabad-742101 ঠিকানায়। আগামী ২১-২৬ ডিসেম্বর (২৫ তারিখ বাদে) এই টেস্ট হবে। রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের ১৫ ডিসেম্বর আপলোড করা এই বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE-26/2020[EC-19]) দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/EnglishNotice_venue.pdf