ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষাসূচি

758
0
ssc mts 2022

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২১-এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (প্রিলিমিনারি) এগজামিনেশন (স্টেজ-ওয়ান)-এর দিনক্ষণ জানিয়ে দিয়েছে (exam date)। পরীক্ষা হবে আগামী ১৮ জুলাই রবিবার সকাল ১০টা থেকে ১২টা (পেপার-১) ২০০ নম্বরের অবজেক্টিভ জেনারেল স্টাডিজ ও ইঞ্জিনিয়ারিং অ্যাপ্টিটিউড, তারপ‍র বেলা ২টো থেকে ৫টা (পেপার-২) ৩০০ নম্বরের অবজেক্টি (ডিসিপ্লিন-স্পেসিফিক) সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের।
কমিশনের এই পরীক্ষানির্ঘণ্টের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: