আরবিআই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষার তারিখ

838
0
Current Affairs 1st March

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার স্থগিত হওয়া মেইন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের (২০১৯) মেইন পরীক্ষা হবে আগামী ২২ নভেম্বর (রবিবার)। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র বদলানোর সুযোগ দেওয়া হবে।

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/VAC12102020DBC3DD1582374D838C2D1E0D37B96264.PDF লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল