ন্যাশনাল ইনফর্মেটিক্সে সায়েন্টিস্ট বি পদে পরীক্ষার তারিখ

1228
0
ssc mts 2022

ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে সায়েন্টিস্ট বি এবং সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ পদে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে (বিজ্ঞপ্তি নম্বর NIELIT/NIC/2020/1.
সাইন্টিস্ট বি পদে পরীক্ষা হবে আগামী ৭ নভেম্বর সকাল সাড়ে নটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ পদে পরীক্ষা হবে আগামী ৭ নভেম্বর দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ১৫ অক্টোবরের পর থেকে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
https://www.calicut.nielit.in/nic/ লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল