রেলে ১,৬৬৩ শূন্যপদে নিয়োগের পরীক্ষার তারিখ

3155
0
wbjee admit card 2023 released

ভারতীয় রেলে মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড ক্যাটেগরিতে ১,৬৬৩ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নং CEN 03/2019 অনুযায়ী সিঙ্গল স্টেজ কম্পিউটার বেসড টেস্টের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ভারতীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরীক্ষা হবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তারিখে। কাদের কোথায় কবে পরীক্ষা হবে এবং তপশিলিরা ট্র্যাভেলিং অথরিটি কীভাবে ডাউনলোড করবেন তা তাঁদের পরীক্ষার তারিখের ১০ দিন আগে সংশ্লিষ্ট জোনাল রিক্রুট্মেন্ট বোর্ডগুলির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও দেওয়া হবে পরীক্ষার তারিখের ৪ দিন আগে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির চেয়ারপার্সনদের ৩০ অক্টোবরের এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এই লিঙ্কে:
http://www.rrbcdg.gov.in/uploads/Notice_30102020.pdf

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল