স্টাফ সিলেকশনের কিছু পরীক্ষার তারিখ বদল

2245
0
ssc mts 2022

স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য সূচি জানানো হয়েছিল গত ৭ অক্টোবরের এক ঘোষণায় (Exam dates)।
কিন্তু ইতিমধ্যে মার্চ-এপ্রিলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষিত হ‌ওয়ার কারণে কিছু পরীক্ষার তারিখ‌ বদলানো হয়েছে‌।
পরীক্ষাগুলি হবার কথা ছিল গত বছর ১ অক্টোবর থেকে ৩১ আগস্টের মধ্যে। নতুন সম্ভাব্য সূচি এইরকম:
১. ২০২০র জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টস) পেপার-১ যা হবার কথা কথা ছিল আগামী ২২-২৫ মার্চ, তা হবে ২২-২৪ মার্চ।
২. ২০১৯-এর সাব‌ইনস্পেক্টর্স ইন দিল্লি পুলিশ, সিএপিএফস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব‌ইনস্পেক্টর্স ইন সিআইএস‌এফ পরীক্ষার পেপার-২ হবার কথা ছিল ২৬ মার্চ, হবে ৮ মে।
২১ মার্চের পেপার-২ পরীক্ষা যথারীতি ২১ তারিখেই হবে।
৩. ২০২০র স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও ‘ডি’ হবার কথা ছিল ২৯-৩১ মার্চ, হবে না,
পরিবর্তিত তারিখ পরে জানানো হবে (Exam dates)।
৪. ২০২০র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশন টিয়ার-১ হবার কথা ছিল ১২-২৭ এপ্রিল, হবে (১) ১২-২৭ এপ্রিল,
(২) ২১-২২ মে (এই ২১-২২ তারিখ কেবল যাঁরা পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র বেছেছেন তাঁদের জন্য)।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন