Site icon জীবিকা দিশারী

ইউজিসি নেট পরীক্ষাপদ্ধতি

RRB call letter download

পরীক্ষাপদ্ধতি: পরীক্ষা হবে আগামী মে মাসের ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১১, ১২, ১৪ ও ১৭  তারিখে। কম্পিউটার ভিত্তিক, অবজেক্টিভ টাইপের।

সব প্রশ্নই বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নের মান ২। কোনো নেগেটিভ মার্কিং নেই।

সারাদেশে বড়-বড় শহরগুলিতে এই পরীক্ষা হবে, ৮১টি বিষয়ে। ২২৫টি কেন্দ্রে।

মোট ১৮০ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টায় দুই পেপারের পরীক্ষা, মাঝে কোনো বিরতি নেই।

পেপার ওয়ানে ১০০ নম্বরের পরীক্ষা। ৫০টি প্রশ্ন থাকবে।

প্রার্থীর টিচিং/রিসার্চ অ্যাপ্টিটিউড যাচাইয়ের জন্য প্রশ্ন থাকবে রিজিনিং এবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং (বহুমুখী চিন্তাশক্তি) এবং জেনারেল অ্যাওয়্যারনেস বিষয়ে।

পেপার-টু-তে ২০০ নম্বরের পরীক্ষা হবে, নিজের নির্বাচিত বিষয়টির ওপর (আগেকার নিয়মের পেপার-টু ও পেপার-থ্রি পুরোটা)। ১০০ প্রশ্ন থাকবে। প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ে।

দুই শিফটে অর্থাৎ দুই ব্যাচে পরীক্ষা হবে, প্রথম শিফট সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত, দ্বিতীয় শিফট বেলা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা।

পরীক্ষার বিস্তারিত তথ্য ও সিলেবাস পাবেন https://www.ugcnetonline.in/syllabus-new.php ওয়েবসাইটে।

কোনো অ্যাডমিটকার্ড পাঠানো হবে না। উপরের ওয়েবসাইট থেকে কার্ড ডাউনলোড করতে হবে।

পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়াও একটি ফটো আইডেন্টিটি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

Exit mobile version