এয়ারম্যান সিলেকশন বোর্ডের পরীক্ষা স্থগিত

1220
0
Current Affairs 24th November

ভারতীয় বায়ু সেনাতে সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের অটোমেটেড ই-পরীক্ষা (বিজ্ঞপ্তি ০১/২০২১) আপাতত স্থগিত করা হয়েছে,

বিভিন্ন রাজ্যে কোভিড নিয়ে নতুন বিধিনিষেধ জারি করার পরিপ্রেক্ষিতে।

পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার পরবর্তী তারিখ সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

https://airmenselection.cdac.in/CASB/# লিঙ্কে গিয়ে নোটিস দেখা যাবে।

কোনো জিজ্ঞাস্য থাকলে ইমেল করতে পারেন এই আইডিতে: casbiaf@cdac.in বা টেলিফোন করতে পারেন সোম থেকে শুক্রবার সকাল সাড়েনটা থেকে একটা ও বেলা দুটো থেকে পাঁচটায়, এই দুই নম্বরে: 020 – 25503105 / 106.