এস‌এসসির দিল্লি পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষা স্থগিত

1381
0
CISF Sports Job

দিল্লি পুলিশ ও সিএপিএফসমূহে সাব-ইনস্পেক্টর এবং সিআইএসএফে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের পেপার টু পরীক্ষা (২০১৯) আপাতত স্থগিত করা হয়েছে কোভিড পরিস্থিতির জন্য৷ স্টাফ সিলেকশন কমিশনের তরফে ২২ এপ্রিলের একটি নোটিস জারি করে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে৷

পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ৮ মে ২০২১৷

পরীক্ষার পরবর্তী তারিখ সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷

নোটিসটি দেখতে ক্লিক করুন