নেট স্থগিত

1109
0
exam postponed

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট ২০২১), এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস (প্রিলিমিনারি)পরীক্ষা ২০২১ ও সিনিয়র ট্রেনিং অফিসার (টি ৬) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতির জন্য (exam postponed)৷

পরীক্ষা হওয়ার কথা ছিল যথাক্রমে ২১-২৭ জুন পর্যন্ত৷

পরীক্ষার পরবর্তী তারিখ সময়মতো এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট www.asrb.org.in –এ জানিয়ে দেওয়া হবে৷

পরীক্ষার অন্তত ১৫ দিন আগে পরীক্ষার তারিখ ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, আমাদের পোর্টালেও জানানো হবে (exam postponed)৷

 নোটিসটি দেখতে ক্লিক করুন