সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার তারিখ ও সময় দেখা যাচ্ছে নিচের লিঙ্কে।
৮.১.২০২১ (শুক্রবার): সকাল ৯টা থেকে বেলা ১২টা (পেপার ওয়ান এসে)।
৯.১.২০২১ (শনিবার): সকাল ৯টা থেকে বেলা ১২টা (পেপার টু, জেনারেল স্টাডিজ ওয়ান) আর দুপুর ২টো থেকে বিকেল ৫টা (পেপার থ্রি, জেনারেল স্টাডিজ টু)।
১০.১.২০২১ (রবিবার): সকাল ৯টা থেকে বেলা ১২টা (পেপার ফোর, জেনারেল স্টাডিজ থ্রি), দুপুর ২টো থেকে বিকেল ৫টা (পেপার ফাইভ, জেনারেল স্টাডিজ ফোর)।
১৬.১.২০২১ (শনিবার): সকাল ৯টা থেকে বেলা ১২টা (পেপার এ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অসমিয়া/ বাঙালি/ বোরো/ ডোগরি/ গুজরাটি/ হিন্দি/ কন্নড়/ মৈথিলি/ মালায়ালম/ মনিপুরি/ মারাঠী/ নেপালি/ ওড়িয়া/ পাঞ্জাবি/ সংস্কৃত/ সাঁওতালি/ সিন্ধি/ তামিল/ তেলুগু/ উর্দু), দুপুর ২টো থেকে বিকেল ৫টা (পেপার বি, ইংলিশ)।
১৭.১.২০২১ (রবিবার): সকাল ৯টা থেকে বেলা ১২টা (পেপার সিক্স, অপশনাল পেপার ওয়ান), দুপুর ২টো থেকে বিকেল ৫টা (পেপার সেভেন, অপশনাল পেপার টু)।
https://www.upsc.gov.in/sites/default/files/TT-CSME-2020-Engl-061120.pdf লিঙ্কে গিয়ে পরীক্ষাসূচি দেখা যাবে।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল