ফ্রেট করিডরে ১০৭৪ জুনিয়র ম্যানেজার ও এগজিকিউটিভ নিয়োগ

2099
0
executive recruitment

রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অব ইন্ডিয়াতে (ডিএফসিসিআইএল) ১০৭৪ জন

জুনিয়র ম্যানেজার, এগজিকিউটিভ ও জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ করা হবে৷

বিজ্ঞপ্তি নম্বর: ০৪/ ২০২১৷

শূন্যপদ: পোস্ট কোড ১১: জুনিয়র ম্যানেজার (সিভিল): ৩১, পোস্ট কোড ১২: জুনিয়র ম্যানেজজার (অপারেশনস অ্যান্ড বিডি): ৭৭,

পোস্ট কোড ১৩: জুনিয়র ম্যানেজার (মেকানিক্যাল): ৩,

পোস্ট কোড ২১: এগজিকিউটিভ (সিভিল): ৭৩,

পোস্ট কোড ২২: এগজিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল): ৪২, পোস্ট কোড ২৩: এগজিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): ৮৭,

পোস্ট কোড ২৪: এগজিকিউটিভ (অপারেশনস অ্যান্ড বিডি): ২৩৭,

পোস্ট কোড ২৫: এগজিকিউটিভ (মেকানিক্যাল): ৩,

পোস্ট কোড ৩১: জুনিয়র এগজিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল): ১৩৫,

পোস্ট কোড ৩২: জুনিয়র এগজিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): ১৪৭,

পোস্ট কোড ৩৩: জুনিয়র এগজিকিউটিভ (অপারেশন অ্যান্ড বিডি): ২২৫,

পোস্ট কোডড ৩৪: জুনিয়র এগজিকিউটিভ (মেকানিক্যাল): ১৪৷

বয়সসীমা: জুনিয়র ম্যানেজার পদে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷

এগজিকিউটিভ ও জুনিয়র এগজিকিউটিভ পদে বয়স ১৮-৩০ বছরের মধ্যে৷

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: জুনিয়র ম্যানেজার (সিভিল): ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি৷

জুনিয়র ম্যানেজার (অপারেশন অ্যান্ড বিডি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মার্কেটিং/

বিজনেস অপারেশন/ কাস্টমার রিলেশন/ ফিনান্সে দু বছরের এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ পিজিডিএম৷

এগজিকিউটিভ (সিভিল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা৷

এগজিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ মাইক্রোপ্রসেসর/ টিভি ইঞ্জিনিয়ারিং/

ফাইবার অপ্টিস কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ সাউন্ড অ্যান্ড টিভি ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল/ ইলেক্ট্রনিক ইনস্ট্রুমেন্টেশন/ অ্যাপ্লায়েড

ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা৷

এগজিকিউটিভ (অপারেশনস অ্যান্ড বিডি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট৷

জুনিয়র এগজিকিউটিভ: ম্যাট্রিকুলেশন সঙ্গে আইটিআই৷

জুনিয়র এগজিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিককুলেশন সঙ্গে আইটিআই৷

জুনিয়র এগজিকিউটিভ (অপারেশন অ্যান্ড বিডি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন সঙ্গে আইটিআই৷

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে৷

আবেদনের ফি: জুনিয়র ম্যানেজার পদে আবেদনের ফি ১০০০ টাকা৷ এগজিকিউটিভ পদে ৯০০ টাকা এবং জুনিয়র এগজিকিউটিভ পদে ৭০০ টাকা৷

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.dfccil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

সরাসরি https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ মে রাত ২৩.৪৫ পর্যন্ত৷

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন