এনটিপিসিতে ৫০ মহিলা এগজিকিউটিভ ট্রেনি

1058
0
ntpc recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডে ৫০ জন ইঞ্জিনিয়ারিং এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে (executive trainee recruitment)৷

বৈধ গেট স্কোর থাকতে হবে৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: ইলেক্ট্রিক্যাল: ২২, মেকানিক্যাল: ১৪, ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন: ১৪৷

যোগ্যতা: ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি৷ বৈধ গেট স্কোর (২০২১) থাকতে হবে৷

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷

বয়সসীমা: ৬ মে ২০২১ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেট পেপার কোড ইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেট পেপার কোড এমই,

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পেপার গেড কোড ইসি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে গেট পেপার কোড আইএন৷

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল ডিসিপ্লিন ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ/ পপাওয়ার ইলেক্ট্রনিক্স/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং৷

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ই্জিনিয়ারিং/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ থার্মাল/ মেকানিকক্যাল অ্যান্ড অটোমেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং৷

ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স৷

ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল৷

বেতনক্রম: ৪০০০০-১৪০০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ গেট ২০২১-এর রেজিস্ট্রেশন নম্বর দরকার হবে অনলাইন আবেদন করার সময়৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ মে পর্যন্ত (executive trainee recruitment)৷

 বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

কোথায় কী চাকরির আবেদন চলছে দেখতে ক্লিক করুন