রাজ্যে ফায়ার অপারেটর নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ

1364
0
civil service interview

রাজ্যের অগ্নিনির্বাপণ ও অত্যাবশ্যক পরিষেবা দপ্তরে ফায়ার অপারেটর নিয়োগের (বিজ্ঞপ্তি নং ১৫/২০১৮) ইন্টারভিউ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা যথাসময়ে প্রদর্শিত হবে কমিশনের নোটিসবোর্ডে ও ওয়েবসাইটে (https://wbpsc.gov.inf)। এজন্য ওয়েবসাইটে নিয়মিত লক্ষ রাখতে বলা হচ্ছে। কমিশনের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:
https://wbpsc.gov.in/Download?param1=An_20201214191031_ICA_Advertisementtemplates15-2018.pdf&param2=advertisement