ইফকোয় ফায়ারম্যান নিয়োগ

2594
0

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে ট্রেনি ফায়ারম্য্যান নিয়োগ করা হবে৷ বিএসসি (ফায়ার অ্যান্ড সেফটি) ও আইটিআই (ফায়ার) ক্যাটেগরিতে।

ট্রেনিংয়ের মেয়াদ: বিএসসিদের ২ বছর, আইটিআইদের ৩ বছর। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড দেওয়া হবে কোম্পানির নিয়মানুযায়ী। ট্রেনিংয়ের শেষে ফলাফল ও কোম্পানির প্রয়োজন সাপেক্ষে নিয়োগ হতেও পারে, নাও হতে পারে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ১৷ বিএসসি (ফায়ার অ্যান্ড সেফটি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের নিয়মিত বিএসসি ডিগ্রি (ফায়ার অ্যান্ড সেফটি)৷

২৷ আইটিআই (ফায়ার): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত এক বছর/ ৬ মাসের আইটিআই (ফায়ার) বা সমতুল কোর্স৷

ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার৷

সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে ২০১৮ সাল বা তার পরে পাশ করে থাকতে হবে৷

শারীরিক মাপজোক: উচ্চতা ১৬৫ সেন্টিমিটার, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১-৮৬ সেন্টিমিটার৷ তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা উচ্চতার ক্ষেত্রে ২.৫ সেন্টিমিটার ছাড় পাবেন৷

দৃষ্টিশক্তি: চশমা ছাড়া ৬/৬৷ রাত কানা বা বর্ণান্ধতা থাকলে আবেদন করতে পারবেন না৷

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (শুধু আইটিআইদের জন্য) ৫০ কেজি বালির ব্যাগ নিয়ে ১০০ মিটার দৌড়তে হবে, হাত ও পায়ের সাহায্যে ১২ ফুট রোপ ক্লাইম্বিং, ৯০ সেকেন্ডে ১৮৩ মিটার যেতে হবে ৫৩ কেজি মানুষকে নিয়ে৷

আবেদনের পদ্ধতি: www.iffco.in অথবা www.iffcoyuva.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত৷

https://aavedan.iffco.coop/iffcorecruitment/ লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করা যাবে৷৷

https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷