ফুড কর্পোরশনে এজিএম, মেডিক্যাল অফিসার

2001
0
fssai recruitment

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন/ টেকনিক্যাল/ অ্যাকাউন্টস/ ল) এবং মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি: www.fci.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে ৩১ মার্চ বিকেল ৪টে পর্যন্ত।

যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে আগামী ১ মার্চ থেকে উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে, আমাদের পোর্টালেও জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি দেখা যাবে https://postimg.cc/cvfT58xy লিঙ্কে।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল