পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ফুড সেফটি অফিসার পদে ৪৪ জন নিয়োগ করা হবে (food safety officer recruitment)।
প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি নম্বর: R/FSO/28/2022.
শূন্যপদ: ৪৪ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ২, তপশিলি জাতি ইসি ২, তপশিলি উপজাতি ইসি ১, ওবিসি এ ১)।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ফুড টেকনোলজি/ ডেয়ারি টেকনোলজি/ বায়োটেকনোলজি/
অয়েল টেকনোলজি/ এগ্রিকালচারাল সায়েন্স/ ভেটেরেনারি সায়েন্স/ বায়ো কেমিস্ট্রি/
মাইক্রোবায়োলজিতে ডিগ্রি অথবা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি অথবা মেডিসিনে ডিগ্রি।
বয়স: জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৮৬ থেকে ১ জানুয়ারি ২০০১ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতনক্রম: লেভেল ১২ অনুযায়ী ৩৫৮০০-৯২১০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
বীরভূম জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন
আবেদনের ফি: ২১০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ফি দিতে হবে।
পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১৩ মে ২০২২ তারিখ দুপুর ১টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (food safety officer recruitment)।