ফুড সেফটি অফিসার পদের ইন্টারভিউ কল লেটার

1343
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ফুড সেফটি অফিসার নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন কাম ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করা যাবে ২৭ আগস্ট থেকে, www.wbhrb.in ওয়েবসাইট থেকে বা সরাসরি এই লিঙ্ক থেকে: http://wbhrb.in/NoticeBoard.php. সাইটে ঢুকে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করা যাবে।

কোনো সমস্যা হলে কাজের দিনগুলিতে বেলা সাড়ে দশটা থেকে ৫টার মধ্যে ফোন করতে পারেন ২৩৫৭০০৮৫ নম্বরে।

ওই কল লেটার ডাউনলোড করে তার প্রিন্ট-আউট নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে, অন্য কোনো চিঠি পাঠানো হবে না।

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে (R/FSO/46(1)/SCN/2018 dated 18.07.2018) একথা জানানো হয়েছে।