ফুড সাব-ইন্সপেক্টর বিষয়ে ছাত্র-ছাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

5215
0
Food Sub Inspector, WB Recruitment

আমার জন্মতারিখ ১ জানুয়ারি, ১৯৯৮, আমি কি এই পরীক্ষাটি দিতে পারব?

বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করা আছে, ২ জানুয়ারি, ১৯৭৮-এর আগে এবং ১ জানুয়ারি, ২০০০-এর পর জন্মতারিখ হলে আবেদন গ্রাহ্য হবে না।

আবেদনের জন্য উচ্চতা কীরকম লাগবে বা শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে কি ?

উচ্চতার কোনো বিষয় নেই, কোনো শারীরিক সক্ষমতার যোগ্যতা এই পদের ক্ষেত্রে চাওয়া হয় না। তবে গ্রামীণ এলাকায় প্রচণ্ড ঘোরাঘুরির উপযুক্ত সুঠাম স্বাস্থ্য ও সক্ষমতা থাকা দরকার।

পরীক্ষা কি অনলাইন না অফলাইনে হবে ?

পরীক্ষা হবে অফলাইনে, কলকাতা সহ কিছু জেলার বিভিন্ন কেন্দ্রে।

পরীক্ষার কাট-অফ মার্ক্স কত হতে পারে ?

এটা এখন থেকেই বলা যাবে না। ২০১৭ সালে ৭২.৬৭৫ ছিল অসংরক্ষিত শ্রেণির জন্য, এসসিদের জন্য ছিল ৬৬.৫, এসটি ছিল ৪৮.৬২৫, ওবিসি-এ শ্রেণির জন্য ৬৩, ওবিসি-বি শ্রেণির জন্য ৭০.৫ ছিল। এটা থেকে কিছুটা ধারণা করে নিতে পারেন। যে শূন্যপদ রয়েছে, সেই অনুযায়ী যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, প্রশ্নপত্র কেমন হবে, কত প্রার্থী কীরকম নম্বর পাচ্ছেন এরকম অনেক কিছু বিষয় নিয়ে কাট অফ মার্ক্স ওঠা-নাম করতে পারে। মোটের ওপর বলা যায়, বিভিন্ন ক্যাটেগরির জন্য বরাদ্দ করা শূন্যপদের নির্দিষ্ট অনুপাতে মেধাতালিকার ওপর দিক থেকে একজায়গায় সীমা টানা হবে আলাদা-আলাদা ক্যাটেগরির জন্য।

পরীক্ষাটা বাংলায় না ইংলিশে হবে?

বাংলায় হবে। পিএসসির অধিকাংশ পরীক্ষা এখন বাংলায় নেওয়া হয়। অপশনে ইংলিশ থাকতে পারে।

 লিখিত পরীক্ষায় কি উত্তীর্ণ হতে হবে, নাকি সবাইকে পার্সোন্যালিটি টেস্ট-এ ডাকবে ?

লিখিত পরীক্ষার পর যে মেধা তালিকা প্রকাশিত হবে, তার ভিত্তিতে পার্সোন্যালিটি টেস্টে ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষায় পাওয়া মোট নম্বরের ভিত্তিতে হবে।

পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে ?

১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে। এর মধ্যে জেনারেল স্টাডিজ ৫০ নম্বর, অঙ্ক ৫০ নম্বর।

এই পদে বেতন কত হতে পারে?

এটা তো বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া আছে। পে-ব্যান্ড ২ অনুযায়ী মূল বেতন ৫,৪০০-২৫,২০০ টাকা, সঙ্গে গ্রেড পে ২,৬০০ টাকা ও অন্যান্য ভাতা। সব মিলিয়ে ১৯ হাজারের কাছাকাছি হবে।

এই পদে নিযুক্ত হলে কাজ কেমন হয় ?

সাধারণত, খাদ্য ও সরবরাহ দপ্তরে চাষীদের থেকে খাদ্য-শস্য কেনার বিষয়, খাদ্য সরবরাহ ঠিকঠাক সরবরাহের ইন্সপেকশন, রেশন ব্যবস্থা ও বণ্টন-এর নজরদারি ইত্যাদি কাজের জন্য নিযুক্ত করা হয়।

এই পদের কি প্রমোশন হয় ?

সব-ইন্সপেক্টর থেকে পরবর্তীকালে ইন্সপেক্টর ও আরও উঁচু পদে উন্নীত হতে পারেন, প্রয়োজনমাফিক শিক্ষাগত যোগ্যতাও থাকলে।