ফরেস্ট সার্ভেতে ৪৪ টেকনিক্যাল অ্যাসোশিয়েট

1822
0
FSI

কেন্দ্রীয় সরকারের বনদ প্তরের অধীন সারা দেশের বিভিন্ন এফসিলআই সেলে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া) ৪৪ জন টেকনিক্যাল অ্যাসোশিয়েট নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷

পারিশ্রমিক: ৩১০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: সায়েন্সের যে-কোনো বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট/ জিওগ্রাফিতেএমএ/ আইটি বা সিএস-এ এমসিএ বা এমএসসি এবং আইটি/ কম্পিউটার সায়েন্সে বিটেক৷ সঙ্গে ডিআইপি/ ডিআইএসে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা৷

বয়সসীমা: ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: www.fsi.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ সরাসরি http://webline.co.in/fsirecruitment লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৯ মার্চ পর্যন্ত৷

https://fsi.nic.in/uploads/recruitments/rec_11802_Advertisement.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷