Site icon জীবিকা দিশারী

ফরেস্ট সার্ভেতে ৪৪ টেকনিক্যাল অ্যাসোশিয়েট

FSI

কেন্দ্রীয় সরকারের বনদ প্তরের অধীন সারা দেশের বিভিন্ন এফসিলআই সেলে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া) ৪৪ জন টেকনিক্যাল অ্যাসোশিয়েট নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷

পারিশ্রমিক: ৩১০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: সায়েন্সের যে-কোনো বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট/ জিওগ্রাফিতেএমএ/ আইটি বা সিএস-এ এমসিএ বা এমএসসি এবং আইটি/ কম্পিউটার সায়েন্সে বিটেক৷ সঙ্গে ডিআইপি/ ডিআইএসে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা৷

বয়সসীমা: ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: www.fsi.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ সরাসরি http://webline.co.in/fsirecruitment লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৯ মার্চ পর্যন্ত৷

https://fsi.nic.in/uploads/recruitments/rec_11802_Advertisement.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

 

 

Exit mobile version