গেইলে ইঞ্জিনিয়ার নিয়োগ

137
0

গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ২৬১টি শূন্যপদে সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার ও অফিসার নিয়োগ করা হবে। GAIL India Recruitment 2024

যে সমস্ত পদে নিয়োগ হবে সেগুলি হল- সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি, বয়েলার অপারেশন, ইলেক্ট্রিক্যাল,

ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, ফায়ার অ্যান্ড সেফটি, সিঅ্যান্ডপি, সিভিল)।

সিনিয়র অফিসার (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্সেস, ল, মেডিক্যাল সার্ভিসেস, কর্পোরেট কমিউনিকেশন)। অফিসার (ল্যাবরেটরি, সিকিউরিটি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)।

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

যোগ্যতা, বয়স, বেতনঃ সিনিয়র ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিসারঃ সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

বেতন ৬০০০০-১৮০০০০ টাকা। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার (ল্যাবরেটরি)- ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি। অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। বেতন ৫০০০০-১৬০০০০ টাকা।

অফিসার (সিকিউরিটি)- ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের ব্যাচেলর ডিগ্রি। অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। বেতন ৫০০০০-১৬০০০০ টাকা।

অফিসার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)- ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে হিন্দি/ হিন্দি লিটারেচারে মাস্টার ডিগ্রি, স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।

অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। বেতন ৫০০০০-১৬০০০০ টাকা।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://gailonline.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। GAIL India Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

দার্জিলিংয়ে রেল বিকাশ নিগমে কর্মী নিয়োগ